০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

রাজশাহীতে সিজিএস’র আয়োজনে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে সাংবাদিকদের তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বাড়াতে ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) নগরীর একটি আভিজাত্য হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। এই কর্মশালা শুধু সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বৃদ্ধি করবে না, বরং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে সহায়ক হবে। সঠিক তথ্যের ভিত্তিতে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও স্বাধীন সাংবাদিকতার অগ্রযাত্রা নিশ্চিত করাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক ছিলেন আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি’র বাংলাদেশের ফ্যাক্টচেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি অংশগ্রহণকারীদের ফ্যাক্ট চেকিংয়ের আধুনিক পদ্ধতি, বিভিন্ন কার্যকর টুলস ও তথ্য যাচাইয়ের কৌশল নিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেন। কর্মশালায় জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে অত্যন্ত ফলপ্রসূ এবং সময়োপযোগী বলে উল্লেখ করেন।অংশগ্রহণকারী একজন সিনিয়র সাংবাদিক বলেন, এই কর্মশালা থেকে আমরা ফ্যাক্ট চেকিংয়ের আধুনিক কৌশলগুলো শিখেছি, যা পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াই করতে এটি আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে।অংশগ্রহণকারী এক নারী সাংবাদিক জানান, এটি শুধু একটি প্রশিক্ষণ নয়, আমাদের পেশাদারিত্ব উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা শিখেছি কীভাবে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করা যায়।কর্মশালাটি সিজিএস’র “ডিফেন্ডিং ডিজিটাল স্পেসেস অ্যান্ড ইউনাইটিং এগেইনস্ট মিসইনফরমেশন ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের অধীনে একটি উদ্যোগ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল১৯ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া কর্তৃক পরিচালিত “জয়েনিং ফোর্স: সিএসও এন্ড মিডিয়া ফর একাউন্টিবিলিটি ইন বাংলাদেশ” এর কোলাবোরেশন ল্যাব উদ্যোগের অধীনে একটি প্রকল্প।

সিজিএস’র এই উদোগ বাংলাদেশের সাংবাদিকতার মান উন্নয়নে ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদী অংশগ্রহণকারীরা।উল্লেখ্য, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) বাংলাদেশ ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক; যা সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র এবং উন্নয়নের বিষয়ে গবেষণা ও মিডিয়া স্টাডি পরিচালনা করে। দ্রুত পরিবর্তনশীল জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় এটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো- শিক্ষাগত সম্প্রদায়, সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে শাসনের মান উন্নত করা, বাংলাদেশের নিরাপত্তার চাহিদা পূরণ করা, দারিদ্র্য নিরসনের জন্য উপলব্ধ সম্পদের দক্ষ ও বিচক্ষণ ব্যবহার করার শর্ত তৈরি করা, মানব সম্পদ উন্নয়ন, এবং বর্ধিত গণতন্ত্রীকরণ, অংশগ্রহণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলার স্থিতিশীলতা।

জনপ্রিয়

পাটগ্রামে  ট্রাক্টরের ধাক্কায়  মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজশাহীতে সিজিএস’র আয়োজনে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে সাংবাদিকদের তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বাড়াতে ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) নগরীর একটি আভিজাত্য হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। এই কর্মশালা শুধু সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বৃদ্ধি করবে না, বরং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে সহায়ক হবে। সঠিক তথ্যের ভিত্তিতে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও স্বাধীন সাংবাদিকতার অগ্রযাত্রা নিশ্চিত করাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক ছিলেন আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি’র বাংলাদেশের ফ্যাক্টচেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি অংশগ্রহণকারীদের ফ্যাক্ট চেকিংয়ের আধুনিক পদ্ধতি, বিভিন্ন কার্যকর টুলস ও তথ্য যাচাইয়ের কৌশল নিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেন। কর্মশালায় জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে অত্যন্ত ফলপ্রসূ এবং সময়োপযোগী বলে উল্লেখ করেন।অংশগ্রহণকারী একজন সিনিয়র সাংবাদিক বলেন, এই কর্মশালা থেকে আমরা ফ্যাক্ট চেকিংয়ের আধুনিক কৌশলগুলো শিখেছি, যা পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াই করতে এটি আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে।অংশগ্রহণকারী এক নারী সাংবাদিক জানান, এটি শুধু একটি প্রশিক্ষণ নয়, আমাদের পেশাদারিত্ব উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা শিখেছি কীভাবে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করা যায়।কর্মশালাটি সিজিএস’র “ডিফেন্ডিং ডিজিটাল স্পেসেস অ্যান্ড ইউনাইটিং এগেইনস্ট মিসইনফরমেশন ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের অধীনে একটি উদ্যোগ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল১৯ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া কর্তৃক পরিচালিত “জয়েনিং ফোর্স: সিএসও এন্ড মিডিয়া ফর একাউন্টিবিলিটি ইন বাংলাদেশ” এর কোলাবোরেশন ল্যাব উদ্যোগের অধীনে একটি প্রকল্প।

সিজিএস’র এই উদোগ বাংলাদেশের সাংবাদিকতার মান উন্নয়নে ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদী অংশগ্রহণকারীরা।উল্লেখ্য, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) বাংলাদেশ ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক; যা সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র এবং উন্নয়নের বিষয়ে গবেষণা ও মিডিয়া স্টাডি পরিচালনা করে। দ্রুত পরিবর্তনশীল জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় এটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো- শিক্ষাগত সম্প্রদায়, সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে শাসনের মান উন্নত করা, বাংলাদেশের নিরাপত্তার চাহিদা পূরণ করা, দারিদ্র্য নিরসনের জন্য উপলব্ধ সম্পদের দক্ষ ও বিচক্ষণ ব্যবহার করার শর্ত তৈরি করা, মানব সম্পদ উন্নয়ন, এবং বর্ধিত গণতন্ত্রীকরণ, অংশগ্রহণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলার স্থিতিশীলতা।