সিনিয়র স্টাফ রিপোর্টার, সৈয়দপুর: কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৭টি কিন্ডারগার্টেন স্কুল থেকে ১শ’ ৬১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃহস্পতিবার (৬মার্চ) বাংলাদেশ কিন্ডারগার্টেব শিক্ষা বোর্ড আয়োজিত ওই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশে একযোগে গেল ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ওই বৃত্তি পরীক্ষা গ্রহন করা হয়। সৈয়দপুরে ১৭ টি কিন্ডারগার্টেন স্কুলের ওই পরীক্ষায় প্রায় সাত শত জন পরীক্ষার্থী ছিল। এদের মধ্যে বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৬শ’ ১৬ জন পরীক্ষার্থী। এদের মধ্যে বৃত্তি পেয়েছে ১শ’ ৬১জন। তন্মধ্যে ট্যালেন্টপুলে ৫৭জন এবং সাধারন গ্রেডে ১শ’ ৪ জন। উপজেলায় সর্বোচ্চ ৪০ জন বৃত্তি পেয়ে শীর্ষে রয়েছে সৈয়দপুর মুসলিম কিন্ডারগার্টেন স্কুল। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুরের শিশু স্বর্গ বিদ্যা নিকেতন। এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ১৪ জন বৃত্তি লাভ করেছে। এদের মধ্যে ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ৮জন। ১৩ জন বৃত্তি পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নিয়ামতপুরস্থ মা এক্সক্লুসিভ কিন্ডারগার্টেন স্কুল।
এছাড়াও শেখ লুৎফর রহমান কিন্ডারগার্টের স্কুল থেকে ১১ জন, সৈয়দপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১১ জন, অক্সফোর্ড একাডেমী থেকে ১০ জন, আল-হুদা একাডেমী থেকে ১০ জন, শাহ প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুল থেকে ৯ জন,সামশুল হক মেমোরিয়ার একাডেমী থেকে ৮জন, সিপাইগঞ্জ শিশু নিকেতন থেকে ৮ জন, সানরাইস স্কুল ৭ জন, স্বদেশ স্কয়ার স্কুল সোসাইটি থেকে ৪ জন, কিটস্ কেয়ার প্রি-ক্যাডেট স্কুল থকে ৪ জন, চৌমুহনী মেরোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল থেকে ৪ জন, শিশু নিকেতন থেকে ৩ জন, নার্সিং কিন্ডারগার্টেন থেকে ৩ জন এবং সেন্ট পলস মিশন স্কুল থেকে ৩জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।