০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

সৈয়দপুরে ট্রাক চাপায় ভাটা শ্রমিক নিহত

সিনিয়র স্টাফ রিপোর্টার, সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বেপরোয়া ট্রাকের চাপায় এক ইটভাটা শ্রমিক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩মার্চ) রাতে উপজেলার সৈয়দপুর – রংপুর সড়কের খিয়ারজুম্মা নামক এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরত ধুলিয়া শাল্টিবাড়ি এলাকার মৃত মেছের উদ্দিনের ছেলে  আব্দুল জলিল (৪৬) নিহত হন।এঘটনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন একই এলাকার মজিবর রহমানের ছেলে জিকরুল হক ওরফে জিকো (৩৩)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় মহাসড়কের পাশে একটি ইটভাটায় ভাটা শ্রমিক হিসেবে কাজ করতো আব্দুল জলিল ও জিকো। ঘটনার আগে কাজ শেষ করে বাড়ি ফিরছিল তারা। রাতে খিয়ারজুম্মা বাজারের রাস্তা পার হতে গিয়ে রংপুর অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় আব্দুল জলিল। মারাত্মক আহত অবস্থায় জিকোকে স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। বর্তমানে তাঁর অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরী।
এদিকে এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোতাফিজুর রহমান ট্রাক চাপায় দুই ভাটা শ্রমিক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পরেই ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। তবে প্রযুক্তির সহায়তায় ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
আইনী প্রক্রিয়া শেষে ভাটা শ্রমিকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

পাটগ্রামে  ট্রাক্টরের ধাক্কায়  মাদ্রাসাছাত্রের মৃত্যু

সৈয়দপুরে ট্রাক চাপায় ভাটা শ্রমিক নিহত

প্রকাশিত : ০৬:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

সিনিয়র স্টাফ রিপোর্টার, সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বেপরোয়া ট্রাকের চাপায় এক ইটভাটা শ্রমিক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩মার্চ) রাতে উপজেলার সৈয়দপুর – রংপুর সড়কের খিয়ারজুম্মা নামক এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরত ধুলিয়া শাল্টিবাড়ি এলাকার মৃত মেছের উদ্দিনের ছেলে  আব্দুল জলিল (৪৬) নিহত হন।এঘটনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন একই এলাকার মজিবর রহমানের ছেলে জিকরুল হক ওরফে জিকো (৩৩)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় মহাসড়কের পাশে একটি ইটভাটায় ভাটা শ্রমিক হিসেবে কাজ করতো আব্দুল জলিল ও জিকো। ঘটনার আগে কাজ শেষ করে বাড়ি ফিরছিল তারা। রাতে খিয়ারজুম্মা বাজারের রাস্তা পার হতে গিয়ে রংপুর অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় আব্দুল জলিল। মারাত্মক আহত অবস্থায় জিকোকে স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। বর্তমানে তাঁর অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরী।
এদিকে এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোতাফিজুর রহমান ট্রাক চাপায় দুই ভাটা শ্রমিক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পরেই ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। তবে প্রযুক্তির সহায়তায় ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
আইনী প্রক্রিয়া শেষে ভাটা শ্রমিকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।