০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে সৈয়দপুর ও কিশোরগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

সিনিয়র স্টাফ রিপোর্টার, সৈয়দপুর:  দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিচারহীনতা এবং শিশু ধর্ষণের প্রতিবাদে সৈয়দপুর ও কিশোরগঞ্জে ছাত্রদলের মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন কলেজে ওই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সুত্র জানায়, সৈয়দপুর সরকারি কলেজ, কামারপুকুর ডিগ্রি কলেজ, হাজারীহাট স্কুল এন্ড কলেজ, খালিশা বেলপুকুর স্কুল ও কলেজ, মকবুল হোসেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং কিশোরগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের মানববন্ধন চলাকালে বক্তব্য বলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সিনিয়র সহ সভাপতি জাবেদ খান রুবেল, সহ সভাপতি ইমরান আনসারী, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, যুগ্ম সম্পাদক শাহাদাত হেসেন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়, কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রুবেল, সদস্য সচিব রাসেল প্রামাণিক, সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদল সভাপতি শিহাব ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়, সিনিয়র সহ সভাপতি মো. মির্জা রাজু, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রফিক, কিশোরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক সাজিদ ফয়সাল, কামারপুকুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনার হোসেন, কামারপুকুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রুবেল ইসলাম, সিনিয়র সহ সভাপতি নুর ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম লিমন, হাজারিহাট স্কুল এন্ড কলেজ সভাপতি মেরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, খালিশা বেলপুকুর স্কুল ও কলেজ ছাত্রদলের সভাপতি রিয়াদ আলী অন্তর,সাধারণ সম্পাদক আরাফাত সরকার রোহান, মকবুল হোসেন টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ছাত্রদল সভাপতি মো. আক্কাস,সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সম্প্রতি দেশে ধর্ষণ,নির্যাতন এবং চুরি-ছিনতাইসহ যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সরকারকে কঠোর হতে হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশের প্রতিটি পাড়া মহল্লায় সামাজিক নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। বক্তারা বলেন, ধর্ষণের কোন অভিযোগ প্রমাণিত হলে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে দোষী ব্যক্তির বিরুদ্ধে ২১ দিনের মধ্যে ধর্ষণের রায় কার্যকর করতে হবে। তারা বলেন, কেউ যাতে কোন অন্যায় অপকর্ম করে পার না পায় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করা হবে বলে বক্তারা উল্লেখ করেন।
এদিকে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচিকে সমর্থন জানিয়ে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী বক্তব্য বলেন। এছাড়া কামারপুকুর ডিগ্রি কলেজে মানববন্ধন চলাকালে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছেন। ছাত্রদলের মানববন্ধনে জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের সকলস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে সৈয়দপুর ও কিশোরগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে সৈয়দপুর ও কিশোরগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

প্রকাশিত : ০৭:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

সিনিয়র স্টাফ রিপোর্টার, সৈয়দপুর:  দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিচারহীনতা এবং শিশু ধর্ষণের প্রতিবাদে সৈয়দপুর ও কিশোরগঞ্জে ছাত্রদলের মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন কলেজে ওই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সুত্র জানায়, সৈয়দপুর সরকারি কলেজ, কামারপুকুর ডিগ্রি কলেজ, হাজারীহাট স্কুল এন্ড কলেজ, খালিশা বেলপুকুর স্কুল ও কলেজ, মকবুল হোসেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং কিশোরগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের মানববন্ধন চলাকালে বক্তব্য বলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সিনিয়র সহ সভাপতি জাবেদ খান রুবেল, সহ সভাপতি ইমরান আনসারী, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, যুগ্ম সম্পাদক শাহাদাত হেসেন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়, কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রুবেল, সদস্য সচিব রাসেল প্রামাণিক, সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদল সভাপতি শিহাব ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়, সিনিয়র সহ সভাপতি মো. মির্জা রাজু, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রফিক, কিশোরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক সাজিদ ফয়সাল, কামারপুকুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনার হোসেন, কামারপুকুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রুবেল ইসলাম, সিনিয়র সহ সভাপতি নুর ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম লিমন, হাজারিহাট স্কুল এন্ড কলেজ সভাপতি মেরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, খালিশা বেলপুকুর স্কুল ও কলেজ ছাত্রদলের সভাপতি রিয়াদ আলী অন্তর,সাধারণ সম্পাদক আরাফাত সরকার রোহান, মকবুল হোসেন টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ছাত্রদল সভাপতি মো. আক্কাস,সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সম্প্রতি দেশে ধর্ষণ,নির্যাতন এবং চুরি-ছিনতাইসহ যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সরকারকে কঠোর হতে হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশের প্রতিটি পাড়া মহল্লায় সামাজিক নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। বক্তারা বলেন, ধর্ষণের কোন অভিযোগ প্রমাণিত হলে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে দোষী ব্যক্তির বিরুদ্ধে ২১ দিনের মধ্যে ধর্ষণের রায় কার্যকর করতে হবে। তারা বলেন, কেউ যাতে কোন অন্যায় অপকর্ম করে পার না পায় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করা হবে বলে বক্তারা উল্লেখ করেন।
এদিকে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচিকে সমর্থন জানিয়ে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী বক্তব্য বলেন। এছাড়া কামারপুকুর ডিগ্রি কলেজে মানববন্ধন চলাকালে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছেন। ছাত্রদলের মানববন্ধনে জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের সকলস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।