০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পাবনায় শিক্ষকদের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

সিনিয়র স্টাফ রিপোর্টার, পাবনা:  পাবনায় বদলি ও পদোন্নতি নীতিমালা অমান্য অনৈতিক সুবিধায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলায় কর্মরত শিক্ষকদের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এ সময় বক্তারা বলেন, পাবনা সদর উপজেলার সহকারী শিক্ষকেরা দীর্ঘকাল ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছেন। অপরদিকে সহকারী শিক্ষকের শুন্যপদগুলো বহিরাগত শিক্ষকের দ্বারা পূরণ হয়ে যাওয়ায় সদরের চাকুরী প্রত্যাশী মেধাবী ও যোগ্য স্থায়ী বাসিন্দারা নিয়োগ বঞ্চিত হচ্ছেন। এই সব অবৈধ নিয়োগ দ্রুত বাতিলের দাবি জানান শিক্ষকরা।
মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, নার্গিস খন্দকার, সাঈদ উল ইসলাম, আলাউদ্দিন পরাগ, কে এম মুক্তাদীর, জাহাঙ্গীর আলম ও নাছির উদ্দিন। মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

ট্যাগ :
জনপ্রিয়

অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ

পাবনায় শিক্ষকদের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

প্রকাশিত : ০৬:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

সিনিয়র স্টাফ রিপোর্টার, পাবনা:  পাবনায় বদলি ও পদোন্নতি নীতিমালা অমান্য অনৈতিক সুবিধায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলায় কর্মরত শিক্ষকদের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এ সময় বক্তারা বলেন, পাবনা সদর উপজেলার সহকারী শিক্ষকেরা দীর্ঘকাল ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছেন। অপরদিকে সহকারী শিক্ষকের শুন্যপদগুলো বহিরাগত শিক্ষকের দ্বারা পূরণ হয়ে যাওয়ায় সদরের চাকুরী প্রত্যাশী মেধাবী ও যোগ্য স্থায়ী বাসিন্দারা নিয়োগ বঞ্চিত হচ্ছেন। এই সব অবৈধ নিয়োগ দ্রুত বাতিলের দাবি জানান শিক্ষকরা।
মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, নার্গিস খন্দকার, সাঈদ উল ইসলাম, আলাউদ্দিন পরাগ, কে এম মুক্তাদীর, জাহাঙ্গীর আলম ও নাছির উদ্দিন। মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।